
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা। একবারও আইপিএল হাতে তোলেননি বিরাট কোহলি। একবার তীরে এসেও তরী ডোবে। অধিকাংশবারই তেমন সাফল্য পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার শুরুটা দারুণ করেছে আরসিবি। শনিবার চেন্নাই সুপার কিংসকে হারালেই প্লে অফ নিশ্চিত। তবে আকাশ চোপড়া মনে করেন, চ্যাম্পিয়ন হতে গেলে শুধু প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করলে চলবে না, প্রথম দুইয়ে শেষ করতে হবে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে বেঙ্গালুরু। চেন্নাইকে হারাতে পারলেই ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। মিলবে প্লে অফের টিকিট। তবে পতিদারদের প্রথম কোয়ালিফায়ারের লক্ষ্যে নামা উচিত। তেমনই দাবি ভারতের প্রাক্তনীর।
আকাশ চোপড়া বলেন, '২০০৮ সাল থেকে আরসিবি চেন্নাইয়ে জেতেনি। কিন্তু এবার সেটা করে দেখিয়েছে। ঘরের মাঠে সম্ভাবনা আরও বেশি। রাতেই প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করতে পারে। তবে কোয়ালিফায়ারের টিকিট পেতে অপেক্ষা করতে হবে। তিন ম্যাচ বাকি থাকতে ১৬ পয়েন্ট যথেষ্ট শক্তিশালী পজিশনে নিয়ে যাবে বেঙ্গালুরুকে।' তবে পাশাপাশি প্রাক্তন তারকা জানিয়ে রাখলেন, ইতিহাস তাঁদের দিকে নেই। প্রথম দুইয়ে শেষ করতে না পারলে, চ্যাম্পিয়ন হওয়ার গ্যারান্টি নেই। চোপড়া বলেন, 'একমাত্র একবার, ২০১৬ সালে প্রথম দুইয়ের বাইরে থাকা দল চ্যাম্পিয়ন হয়। তাই ট্রফি জিততে হলে, প্রথম দুইয়ে থাকতে হবে।' রজত পতিদারের অধিনায়কত্বের প্রশংসা করেন চোপড়া। তবে ব্যাট হাতে শুরুটা ভাল করলেও, বর্তমানে রানের মধ্যে নেই। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আশা করছেন, সঠিক সময় ছন্দে ফিরবেন বেঙ্গালুরুর অধিনায়ক।